নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বন্ধ রাখা বাস চলাচল আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে।
ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে এবং ঢাকার ভেতরেও চলছে বাস। তবে ঢাকার ভেতরে যাত্রীর তুলনায় বাস কিছুটা কম চলাচল করছে।
সোমবার সকালে গাবতলী ঘুরে দেখা যায়, উত্তর ও দক্ষিণবঙ্গের বাসগুলো গাবতলী থেকে ছাড়তে শুরু করেছে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
ফার্মগেট, শাহবাগ ও মিরপুর এলাকা ঘুরে দেখা যায়, ঢাকার বাসগুলো রাস্তায় চলাচল করছে। তবে অফিসগামী মানুষের তুলনায় গণপরিবহন কম দেখা গেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ রোববার রাতে বলেন, সারাদেশের পরিস্থিতি এখন ভালো মনে হচ্ছে। আমরা নিরাপদ মনে করছি, বাস চালানোর মতো পরিবেশ তৈরি হয়েছে। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ঢাকাসহ সারাদেশে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালিক সমিতির এ সিদ্ধান্তের মধ্য দিয়ে চার দিন ধরে দূরপাল্লার বাস যোগাযোগে অচলাবস্থার আজ সোমবার অবসান হলো।