কুষ্টিয়া প্রতিনিধী
কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী মহিলা মাদ্রাসা আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রির্ মাদরাসার ‘রহিমা আফছার বিজ্ঞানাগার’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ১ জুলাই ২০১৮ রোজ রবিবার বেলা ১১ টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব-উল-আলম-হানিফ এম.পি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, কুষ্টিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সদর উদ্দিন খান, সভাপতি জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, মো. আতাউর রহমান আতা সাধারণ সম্পাদক, শহর আওয়ামী লীগ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউল ইসলাম, সভাপতি, আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদরাসা ও সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ, কুষ্টিয়া। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহা: আব্দুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম।