ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১০

0
22

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ লমবক’কে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ৬.৪ মাত্রার ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় সকাল ৭:০০টার দিকে দ্বীপটিতে আঘাত হানে। খবর বিবিসি’র।

কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, বালি’র পূর্বে অবস্থিত লমবক দ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় জায়গা। ভূমিকম্পে দ্বীপটির বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল লমবকের উত্তরাঞ্চলীয় মাতারাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। মূল ভূমিকম্পের পর ৬০টিরও বেশি স্বল্প মাত্রার ভূমিকম্প দ্বীপটিতে আঘাত হেনেছে। এর মধ্যে একটি ছিল ৫.৭ মাত্রার।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রোহো বলেন, ভূমিকম্পে প্রায় ৪০ জন মানুষ আহত হয়েছেন। কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ধারণা হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। কেননা, আমরা এখনো তথ্য সংগ্রহ করতে পারছি না।

তিনি বলেন, আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষজনকে সরিয়ে নেওয়া। বেশ কয়েকজন আহতকে এখনো স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।