কিরেন রিজিজুর ফিটনেস চ্যালেঞ্জ নিলেন খান

0
156

বিনোদন ডেস্ক :‌ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর ফিটনেস চ্যালেঞ্জ নিলেন অভিনেতা সলমন খান। নিজের চূড়ান্ত ব্যস্ততা থেকে সময় বের করে ‘‌হাম ফিট তো ইন্ডিয়া ফিট’ চ্যালেঞ্জে নিজের ফিটনেস দেখালেন তিনি। নিজের ফিটনেসের একটি ভিডিও টুইট করেন সলমান। সেটি দেখে উৎফুল্ল কিরেন রিজিজু ভিডিওটি শেয়ার করে পাল্টা টুইটে লিখেছেন, ‘‌গ্রেট সলমন ভাই’‌।‘‌ আপনার এই ভিডিও হাজারও ভারতীয়কে উৎসাহ দেবে। আমার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ধন্যবাদ।

অভিনেতা সলমন খান নিজের ৫ সেকেন্ডের ভিডিও টুইটারে পোস্ট করে লিখেছিলেন, ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের অসাধরণ একটা উদ্যোগ #HumFitTohIndiaFit, ‌ ‌আমি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর ফিটনেস চ্যালেঞ্জ নিয়েছি।

এর আগে ক্রীড়ামন্ত্রীর এই ফিটনেস চ্যালেঞ্জ নিয়েছেন বলিউডের একাধিক প্রথমসারির অভিনেতা। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বরুন ধবন, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা আরোরা। ক্রিকেটার বিরাট কোহলি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই ফিটনেস চ্যালেঞ্জ নিয়েছেন।