জাফর ওয়াজেদকে গ্রেফতার দাবীতে কুষ্টিয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0
24
জাফর ওয়াজেদকে গ্রেফতার দাবীতে কুষ্টিয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক \ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের জেলা কুষ্টিয়ায় সরকার অনুমোদিত ও নিবন্ধিত প্রগতিশীল সাংবাদিকদের একমাত্র সংগঠন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া-জেইউকেসহ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, জেইউকের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সম্পর্কে ফেসবুকে কটুক্তি করায় জাফর ওয়াজেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে গতকাল বেলা ৩টায় কুষ্টিয়া প্রেসক্লাবের কাঙাল হরিনাথ সম্মেলন কেন্দ্রে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন। বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, হাসিবুর রহমান রিজু, কোষাধ্যক্ষ ফেরদৌস রিয়াজ জিল্লু, দপ্তর সম্পাদক মিলন উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ ইমাম মেহেদী, দপ্তর সম্পাদক আবু হায়দার লিপু, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার প্রমুখ।