নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

0
18

জেলা প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলনরত স্কল ও কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।

রবিবার সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় দুই শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে মুক্ত মঞ্চের সামনে জড়ো হন।

এক পর্যায়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে ক্লাস রুমে ফিরে যেতে বলেন। শিক্ষার্থীরা প্রক্টরের কথা উপেক্ষা করেই বিক্ষোভ করতে থাকেন।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক এবং অনুষদের করিডোর অতিক্রম করে জব্বারের মোড় হয়ে কামাল রঞ্জিত মার্কেটে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে তারা চলমান আন্দোলনে ছাত্রদের ওপর হামলার নিন্দা ও বিচারের দাবি জানান। এরপর দুপুর ১২ টার দিকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।