প্রাথমিক শিক্ষা পদক-১৭ অর্জন করে দেশসেরা হলেন কুষ্টিয়ার মেয়ে ফিরোজা পারভীন

0
189
প্রাথমিক শিক্ষা পদক-১৭ অর্জন করে দেশসেরা হলেন কুষ্টিয়ার মেয়ে ফিরোজা পারভীন স্টাফ রিপোর্টার

প্রাথমিক শিক্ষা পদক-১৭ অর্জন করে দেশসেরা হলেন কুষ্টিয়ার মেয়ে ফিরোজা পারভীন

স্টাফ রিপোর্টার
প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে অসামান্য অবদানের জন্য জনাবা ফিরোজা পারভীন, ইন্সট্রাক্টর,উপজেলা রিসোর্স সেন্টার, শৈলকুপা,ঝিনাইদহ (বর্তমানে মিরপুর, কুষ্টিয়ায় কর্মরত) দেশসেরা হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক/২০১৭ অর্জন করেন। তিনি গত ০৬.০৩.১৮ খ্রিঃ তারিখে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে পদক গ্রহণ করেন। তিনি কুষ্টিয়া কোটপাড়াস্থ অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মরহুম গিয়াস উদ্দিন আহমেদের কন্যা ও মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক ডঃ আসাদুজ্জামান মানিক এর সহধর্মিনী।