বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কুষ্টিয়া-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. আ. ক. ম সরওয়ারজাহান বাদশা’র নির্বাচনী প্রচারনা শুরু
স্টাফ রিপোর্টার
ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কুষ্টিয়া-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. আ. ক. ম সরওয়ারজাহান বাদশা’র নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। রবিবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া শুরু হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ করেছেন। ইতিমধ্যে এ্যাড. আ. ক. ম সরওয়ারজাহান বাদশা দলীয় মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এ্যাড. আ. ক. ম সরওয়ারজাহান বাদশা জানান, জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যয়ন করেছেন। ছাত্রজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এই নেতা জানান, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুরের সর্বশ্রেণীর পেশার মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পূনরায় দেশ পরিচালনার গুরু দায়িত্ব দেবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে সকলের দোয়া কামনা করেন। এদিকে এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অংগসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ উচ্ছাসে মেতে উঠে। মনোনয়ন পাওয়ার পরপরই এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশা’র নিজ গ্রাম ফিলিপনগরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে বাদশা সমর্থক ও এলাকাবাসী। কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় দৌলতপুর আওয়ামীলীগ, যুবলীগসহ আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ায় দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ্যাড. আ, ক, ম সরওয়ার জাহান বাদশাকে অভিনন্দন জানিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়েছেন।