ম্যান ইউ’য়ের ঘরের মাঠে টটেনহ্যামের বড় জয়

0
95

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘরের মাঠে উড়িয়ে দিলো টটেনহ্যাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতের ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ৫০তম মিনিটে টটেনহ্যামকে এগিয়ে নেন হ্যারি কেইন। কিরান ট্রিপিয়ারের কর্নার থেকে দারুণ এক হেডে জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড। ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস মউরা। ৮৪তম মিনিটে অতিথিদের ৩-০ ব্যবধানে এগিয়ে নেন মউরা। ক্রিস স্মলিংকে পরাস্ত করে কিছুটা এগিয়ে গিয়ে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে অনেকখানিই পিছিয়ে গেল মরিনহোর দল ম্যান ইউ। টানা তিন জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে টটেনহ্যাম। গোল পার্থক্যে এগিয়ে সবার ওপরে লিভারপুল।