যমুনায় ট্রলার ডুবে দুই শিশুসহ নিখোঁজ ৩

0
28
ফাইল ছবি

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবালয় থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, উপজেলার তেওতা ইউনিয়নের চর লতিফপুর এলাকায় বালুবাহী কার্গোর ধাক্কায় শতাধিক যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে সবাই তীরে উঠতে পারলেও দুই শিশুসহ তিনজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, পাবনা জেলার লতিফপুর এলাকায় ওই ট্রলার ডুবিতে ট্রলার আরোহীর মধ্যে দুই শিশু ও বৃদ্ধ যাত্রী নিখোঁজ রয়েছেন।