রাজশাহী প্রতিনিধী:
রাজশাহী পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদের আয়োজনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক দিনব্যাপী লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ-এর সভাপতিত্বে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট অনুবাদ ড. নিজাম উদ্দিন, অধ্যাপক ড. শাহ হুসাইন আহমদ মেহেদী, অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, নব্বই অন্যতম কবি সায়ীদ আবুকবর, কবি ও গবেষক ড. আবু নোমান। পরিচয় সংস্কৃতি সংসদের প্রচার সম্পাদক শাহাদাৎ সরকারের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক ও কথাশিল্পী মাতিউর রাহমান।
কর্মশালায় উপস্থিত ছিলেন কবি এরফান আলী এনাফ, সাবের রাহী, মোহাম্মদ আলী, শাফিকুল ইসলাম শফিক, রহিসুল ইসলাম, আবু হোরায়রা সজিব, সাদিকুল ইসলাম স্বপন, নূর মোহাম্মদ, তন্ময়, আহসান জামির, শরিফ জামিল, সুমন আজিজ ও আল মারুফ সহ নবীন ও প্রবীণ লিখিয়ে।