রাজশাহী সটিি র্কপােরশেনরে ২৮ ও ২৯ নং ওর্য়াডে ময়ের র্প্রাথী মুরাদ র্মোশদেরে জনসংযোগ অব্যাহত

0
33
রাজশাহী সটিি র্কপােরশেনরে ২৮ ও ২৯ নং ওর্য়াডে ময়ের র্প্রাথী মুরাদ র্মোশদেরে জনসংযোগ অব্যাহত

রাজশাহী সটিি র্কপােরশেনরে ২৮ ও ২৯ নং ওর্য়াডে ময়ের র্প্রাথী মুরাদ র্মোশদেরে জনসংযোগ অব্যাহত

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে রাজশাহী গণমঞ্চ ও গণসংহতি আন্দোলন সমর্থিত মেয়র পদপ্রার্থী গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহŸায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ এর নির্বাচনী প্রচারণা আজও অব্যাহতভাবে চলেছে। আজ ১৭ জুলাই সকাল ৯ টায় ২৮ ও ২৯ নং ওয়ার্ডে মেয়র পদে হাতি মার্কার নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। উক্ত জনসংযোগে মেয়র প্রার্থী মুরাদ মোর্শেদের সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের মতিহার থানার নেতা হাসিবুল রেজা, হাসান, পান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। জনসংযোগে মতিহার থানার আশেপাশের এলাকা, ফুলতলা, জাহাজঘাট, কাজলা ইত্যাদি এলাকায় যাওয়া হয়।

জনসংযোগের সময় এলাকাবাসী নানারকম সমস্যার কথা তুলে ধরে এসবের সমাধান চাইলে মুরাদ মোর্শেদ বলেন যে, নির্বাচন শেষ হলেই নির্বাচিত জনপ্রতিনিধের ঠিকমতো আর জনগণের কাছে পাওয়া যায়না। হাতি মার্কাকে নির্বাচিত করলে এই সমস্যা আর থাকবেনা। কেননা, তিনি দীর্ঘদিন থেকেই মূলত জনগণের প্রতিটি আন্দোলনের সাথে যুক্ত থেকেছেন। উপরন্তু নির্বাচনে যদি তিনি নাও জয়ী হন, তবুও তিনি জনগণের পাশেই থাকবেন যেমনটি তিনি আগেও থেকেছেন।

এদিকে ২৮, ২৫, ২৯, ৩০ এবং ১২ নং ওয়ার্ডে নারী কর্মীদের একাধিক টিম প্রচারণা করছে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করে। অন্যদিকে পুরো সিটি কর্পোরেশন জুড়ে ব্যানার ফেস্টুন লাগানোর কাজও চলছে।