শৈলকুপার আওধা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শুদ্ধ জাতীয় সংগীতের প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা : ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আওধা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকার সঠিক মাপ ও শুদ্ধ জাতীয় সংগীতের প্রশিক্ষণ প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক মুক্তিযোদ্ধা সন্তান মীর জাহিদ তার একটি টিম নিয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আওধা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকার সঠিক মাপ ও শুদ্ধ জাতীয় সংগীতের প্রশিক্ষণ প্রদান করেন। উল্লখ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণের পূর্বে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের উক্ত বিষয়ে একটি চমৎকার প্রশিক্ষণ প্রদান করেন। একই সাথে শিক্ষার্থীদের তিনি অংকন শিক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সকলের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। টিম সদস্যরা হলেন নওয়াব আলী খান, নওশের আলী, বিপুল বিশ্বাস প্রমুখ।