ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি পূরণ করা হয়েছে। ছাত্রছাত্রীদের আহ্বান করব রাজপথ ছেড়ে শ্রেণিকক্ষে ফিরে যেতে। আসাদুজ্জামান খান কামাল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাদের সমবেদনার কথা আমরা জেনেছি। দেশব্যাপী এই মেসেজ পৌঁছেছে। আমরাও ব্যথিত। আমাদের প্রিয় আমদের ছেলেমেয়েরা বিদায় হয়েছে, সে জন্য আমরাও ব্যথিত।
তিনি বলেন, যারা ঘাতক, যারা অন্যায় করেছে, আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করব।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সময় উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা অবরোধ তুলে নেবেন, এই অনুরোধ আমরা জানাচ্ছি। অভিভাবক, শিক্ষক যারা আছেন, তাদের বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের অনুরোধ করুন, তারা যেন ক্লাসরুমে ফিরে আসে।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। সারা শহর অচল হয়ে যাচ্ছে, এটা কারও কাম্য নয়।