সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর ফাইল ছবি

0
311
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর ফাইল ছবি

 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সফর সংক্ষিপ্ত করে আগামীকাল মঙ্গলবারই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে গত রোববার সিঙ্গাপুরে যান। সফরসূচি অনুযায়ী আগামী বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবারই দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে অবতরণের কথা রয়েছে।