সাংবাদিকদের উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ইউনিয়নের প্রতিবাদ সভা

0
45
সাংবাদিকদের উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ইউনিয়নের প্রতিবাদ সভা

সাংবাদিকদের উপর মাদক ব্যবসায়ীদের হামলার
প্রতিবাদে ইউনিয়নের প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক \ কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য,জিটিভি/যায়যায় দিনের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়া প্রতিদিনের সম্পাদক সোহেল রানা’র উপর মাদক ও নারী ব্যবসায়ী জলিলের সন্ত্রাসী বাহিনী কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদে কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া। সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া’র সাধারণ সম্পাদক, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক প্রকাশক ও নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের কুষ্টিয়া প্রতিনিধি জামিল হাসান খান খোকন, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র যুগ্ম-সাধারণ সম্পাদক,এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক প্রকাশক হাসিবুর রহমান রিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও আরটিভি’র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সময় টিভি’র জেলা প্রতিনিধি এস এম রাশেদ, কোষাধ্যক্ষ ও দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক প্রকাশক ফেরদৌস রিয়াজ জিল্লু, দপ্তর সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, কুষ্টিয়া সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নওরোজের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র নির্বাহী সদস্য দৈনিক ঢাকার ডাক পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ইমরান হাসান পাপ্পু,নির্বাহী সদস্য ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাহিদ হাসান তিতাস,দৈনিক সত্যখবর পত্রিকার স্টাফ রিপোর্টার শাহরিয়ার ইমন রুবেলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী। বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জঙ্গী এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন ঠিক সে সময় কুষ্টিয়া মাদক ব্যবসায়ীরা বেপরোয়া। স্থানীয় পত্রিকায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রচার হওয়ায় মাদক ব্যবসায়ীরা সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালায়।