সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী আমেনা খাতুনকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ওমর আলী ও তার শ্বশুর দ্বীন মোহাম্মদ গাজীকে মৃত্যুদ্বণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন। এ রায়ের সময় আসামি ওমর আলী ও দ্বীন মোহাম্মদ গাজী আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় আদালত অপর এক আসামিকে খালাস প্রদান করেছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের ওমর আলী ও তার বাবা দ্বীন মোহাম্মদ গাজী এবং খালাস প্রাপ্ত আসামি হলেন ওমর আলীর মা আনোয়ারা বিবি।
মামলার বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের দ্বীন মোহাম্মদ গাজীর ছেলে ওমর আলীর সঙ্গে ২০১৬ সালের নভেম্বর মাসে একই উপজেলার গোয়ালপোতা গ্রামের আব্বাস উদ্দীনের মেয়ে আমেনা খাতুনের বিয়ে হয়। বিয়ের একমাস যেতে না যেতেই ওমর আলী তার স্ত্রীকে যৌতুকের দাবিতে প্রায়ই মারপিট করতো। এর জের ধরে ২০১৭ সালের ৬ জানুয়ারী রাত ৯টার দিকে ওমর আলী তার বাবা দ্বীন মোহাম্মদের সহযোগিতায় স্ত্রী আমেনা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।