আজ ৬ এপ্রিল শুক্রবার ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ফেনী ৬ এপ্রিল শুক্রবার
আলোআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি হলো বিএনপির সমার্থক শব্দ। বিএনপি একটি আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত দল। তাঁরা দুর্নীতিবাজ বলেই রাতের আঁধারে দলের গঠনতন্ত্রের সাত নম্বর ধারা পরিবর্তন করেছে।
আজ শুক্রবার বিকেলে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উড়ালসেতুর (ওভারপাস) নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল, আর আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। দুর্নীতির দায়ে দণ্ডিত হওয়ায় বিএনপির চেয়ারপারসন কারাগারে গেছেন। আর যাঁরা দল চালাচ্ছেন, তাঁরাও দুর্নীতিবাজ ও দণ্ডিত।
আওয়ামী লীগ সরকার দুর্নীতিকে সমর্থন করে না জানিয়ে দলটির ওবায়দুল কাদের বলেন, ‘দুদক আমাদের ছয়জন এমপিকে তলব করেছে। একজনের দণ্ড হয়েছে। সাবেক মন্ত্রী আদালতে হাজিরা দিচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। খালেদা জিয়াকে আদালত দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। তাঁকে মুক্তি দেওয়ার বিষয়টিও আদালতের এখতিয়ার। এতে সরকারের করণীয় কিছুই নেই।
সেতুমন্ত্রী আরও বলেন, ফেনীতে দেশের প্রথম ছয় লেনের উড়ালসড়কের উদ্বোধন করা হয়েছে। ফতেহপুরে রেলক্রসিং এলাকায় ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এ নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য মহাসড়কে চলাচলের ক্ষেত্রে জনগণকে সাময়িক ভোগান্তি মেনে নিতে হবে। জুলাই মাসের শেষ সপ্তাহে এই ওভারপাস উদ্বোধন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য শিং, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।