বিনোদন ডেস্ক : ‘ভারত’ ছবি থেকে প্রিয়াঙ্কা নিজেকে সরিয়ে নেয়ার পর তার জায়গা দখল করে নিলেন ক্যাটরিনা কাইফ। ছবিতে তিনি সালমান খানের বিপরীতে অভিনয় করবেন।
এর আগে ২০১৭ সালের সুপারহিট ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে এ দুই তারকা জুটি বেঁধেছিলেন। ‘সুলতান’ ছবির পরিচালক ‘আলী আব্বাস জাফর এ ছবিটি পরিচালনা করছেন।
এই ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়ায় সোমবার রাতে এক টুইটার বার্তার মাধ্যমে সালমান খান উচ্ছ্বাস প্রকাশ করেন। এতে অভিনয়ের জন্য তিনি ক্যাটরিনাকে স্বাগত ও ধন্যবাদ জানান।
পরিচালক ‘আলী আব্বাস জাফর বলেন, আমি ভীষণ উৎসাহী সালমান ও ক্যাটরিনার সঙ্গে আবারো কাজ করার জন্য। আমরা আগেও এক সঙ্গে কাজ করেছি। ক্যাটরিনার মতো প্রতিভাবান অভিনেত্রীর সঙ্গে আবারো কাজ করতে পেরে আমি খুব খুশি।
ভারত ছবির কাজ চলতি মাসে শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে এ ছবির কাজে হাত দেবেন ক্যাটরিনা। ২০১৯ সালের ঈদে ছবিটি মুক্তি পেতে পারে।