বিনোদন ডেস্ক : বলিউডের বাতাসে কান পাতলে গুঞ্জন, সুপারহিট ‘ধূম’ সিরিজের চার নম্বর সিক্যুয়েলে কিং অফ রোমান্স শাহরুখ খানকেই নাকি দেখা যাবে। ছবির মূখ্য চরিত্রে থাকবেন তিনি। মাঝখানে খবর ছড়িয়েছিল, ‘ধূম ৪’-এ থাকতে পারেন সালমান খান। কিন্তু ফিল্মফেয়ারের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ভাইজান নয়, ‘ধূম ৪’-এ থাকছেন বলিউড বাদশাহ শাহরুখ খানই।
‘ধূম ৪’ প্রযোজনা করবে যশ রাজ ফিল্মস। শোনা যাচ্ছে, আমির খানের ‘থগস অব হিন্দুস্তান’-এর ফার্স্ট লুক প্রকাশের পরই ‘ধূম ৪’ বিষয়ে অফিসিয়াল ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। আদিত্য চোপড়ার সঙ্গে যৌথভাবে ‘ধূম ২’ও তারা প্রযোজনা করেছিল। অন্যদিকে প্রথমটি ইয়াশ রাজ ফিল্মস এবং তৃতীয়টি আদিত্য চোপড়া প্রযোজনা করেছিলেন।
এদিকে, বলিউড বাদশাহ শাহরুখ খান বর্তমানে ব্যস্ত পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবির কাজ নিয়ে। ছবির শুটিং শেষ, টিজার এবং ট্রেলারও মুক্তি পেয়েছে। এখন ছবি মুক্তির অপেক্ষা। চলতি বছরের ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। অভিনয়ের পাশাপাশি আনন্দ এল রাইয়ের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনাও করেছেন শাহরুখ।
‘জিরো’-তে শাহরুখ খানকে দেখা যাবে একজন বামনের ভূমিকায়। ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। এই ছবির ঝামেলা মিটিয়ে মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’-এর শুটিং শুরু করার কথা রয়েছে এসকেআরের। কিন্তু এর মধ্যেই যদি ‘ধূম ৪’-এর কাজ শুরু হয়ে যায়, তবে পিছিয়ে যেতে পারে ‘স্যালুট’-এর শুটিং।
প্রসঙ্গত, ‘ধূম ১’-এ জন আব্রাহামের বাইক স্টান্ট, ‘ধূম ২’-এ ঋত্বিক রোশনের ছদ্দবেশ ধারণ, ‘ধূম ৩’-এ মিস্টার পারফেকশনিস্ট আমির খানের টুইন চমকের পর দর্শক তাকিয়ে রয়েছেন ‘ধূম ৪’-এর দিকে। খবর যদি সত্যি হয়, তবে এই ছবিতে শাহরুখ খান নতুন কোন চমক নিয়ে হাজির হন, সেদিকেই নজর থাকবে সকলের।