বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের মা হয়েছেন মডেল ও উপস্থাপিকা আমব্রিন। গত ২৩ জুন কানাডার এক হাসপাতালে নবজাতকের জন্ম হয়। কন্যার নাম রাখা হয়েছে তাহজিব আমায়া চৌধুরী।
তবে মা হওয়ার প্রায় এক মাস পর শনিবার রাতে আমব্রিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর দেন। নিজের এক ফেসবুক পোষ্টে মেয়ের সঙ্গে ছবি ও নাম জানান তিনি।
গত বছরের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ হাসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। বিয়ের পর থেকে কানাডাতেই অবস্থান করছেন তিনি।
২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন এই শিল্পী। এরপর মডেলিং-অভিনয়ে জড়িয়ে পড়েন। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আমব্রিন।