অন্যদের নিয়ে কিছুই ভাবি না

0
243
ফাইল ছবি

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে বাংলাদেশের চেয়ে কলকাতার ছবিতেই বেশি ব্যস্ত তিনি। ১০ আগস্ট তার অভিনীত ওপার বাংলার ‘ক্রিসক্রস’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

বিরসা দাশগুপ্ত পরিচালিত নারী কেন্দ্রিক এ ছবিতে জয়া ছাড়াও রয়েছেন কলকাতার চার নায়িকা নুসরাত জাহান, সোহিনী চক্রবর্তী, মিমি চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকার।

এ বিষয়ে সম্প্রতি কলকাতার আনন্দবাজারকে সাক্ষাতকার দেন জয়া। তাকে প্রশ্ন করা হয়, এতগুলো মেয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনো সমস্যা মনে হয়নি?

উত্তরে জয়া বলেন, ছোট জায়গায় নিজেকে প্রমাণ করাটা বেশ চ্যালেঞ্জিং। তা ছাড়া যখন আমি কোনও চরিত্র করব বলে রাজি হই, তখন অন্যদের নিয়ে কিছুই ভাবি না। কে কতটা উপস্থাপন করতে পারল, কার কত প্রোমোশন হল এসব ভাবি না। আমি শুধু নিজেরটা নিয়ে ভাবি। সে জন্যই হয়তো ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি।

প্রসঙ্গত, বর্তমানে কলকাতার একাধিক ছবি নিয়ে ব্যস্ত জয়া আহসান। ‘ক্রিসক্রস’-এর পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘এক যে ছিল রাজা’ ছবিটি।