ডেস্ক রিপোর্ট : সৌদি আরব ও কানাডার কূটনৈতিক বিরোধে বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। উভয় দেশই যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। খবর বার্তা সংস্থা এএফপি’র।
খবরে বলা হয়, সম্প্রতি সৌদি আরবে মানবাধিকার কর্মীদের দমন পীড়ন ও গ্রেফতারের তীব্র নিন্দা জানায় কানাডা। একইসঙ্গে দেশটি অবিলম্বে আটক কর্মীদের মুক্তি দেয়ারও আহ্বান জানায়। এর প্রতিক্রিয়ায় সৌদি আরব কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার ও কানাডা থেকে তার রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেয়। এছাড়া মধ্যপ্রাচ্যের ধনী দেশটি কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে।
এছাড়া সৌদি সরকার কানাডায় অধ্যয়নরত সৌদি ছাত্রছাত্রীদের বৃত্তি বাতিল করে অন্যান্য দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে তাদের ক্রেডিট ট্রান্সফারের ঘোষণা দেয়। সৌদি সরকার তাদের রাষ্ট্রীয় এয়ারলাইন্স সৌদিয়ার টরেন্টো-গামী সকল ফ্লাইট বাতিল করে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হেদার নর্ট বলেন, উভয় পক্ষকেই এই সংকটের কূটনৈতিক সমাধান করতে হবে। আমরা এটা করতে পারব না। তাদের নিজেদেরই এটা করতে হবে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং ব্যক্তি স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের এই নীতির পরিবর্তন হয়নি। বাসস।