ইসরাইলী বিমান হামলায় নারীসহ নিহত ৩

0
14

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী বিমান হামলায় এক গর্ভবতী নারী ও তার ১৮ মাস বয়সী শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর বিবিসি’র।

খবরে বলা হয়, বুধবার গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলী ভূখণ্ডে হামাসের রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়। রকেট হামলায় একাধিক ইসরাইলী হালকা আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে জাফারওয়ি’তে এনাস খাম্মাশ নামের এক ২৩ বছর বয়সী গর্ভবতী নারী ও তার ১৮ মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছে। এছাড়া তার স্বামী আহত হয়েছেন।

হামলায় এক হামাস সদস্যও নিহত হয়েছেন। সব মিলিয়ে আহত হয়েছে ১২ জন। গাজায় হতাহতের বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি ইসরাইলী কর্তৃপক্ষ।