জেলা প্রতিনিধি : বঙ্গোপসাগরে অপহৃত জেলেদের মধ্যে ১৩ জেলেকে উদ্ধার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে গহীন সুন্দরবন থেকে তাদের উদ্ধার করে মোংলায় নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া জেলে মিরাজের পিতা মৎসজীবী আ. বারেক ডাক্তার মোংলা থেকে মোবাইল ফোনে জানান, গত ৪ আগস্ট দুবলারচরের কাছে সাগর থেকে তার ছেলেসহ প্রায় অর্ধশত জেলেকে বনদস্যু ছাত্তার ভাই বাহিনী মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে র্যাব-৮ সদস্যরা জেলে উদ্ধারে সুন্দরবনে অভিযান পরিচালনা করে। অবশেষে বুধবার দিবাগত রাতে ১৩ জন জেলেকে উদ্ধার করে নিয়ে আসে।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। এরা হলেন মিরাজ হোসেন (২৮), মিজান ফকির (৪০), আলমগীর হোসেন (৪০), বাদশা মাতুব্বর (৫২), জাহাঙ্গীর মাঝি (৫০), ও আঃ হক (৫৫)। এদের সবার বাড়ি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এদিকে বিশ্বস্থ একটি সূত্র জানায়, উদ্ধারকৃত জেলেদের মুক্ত করতে জেলেদের মহাজন ও অভিভাবকরা দস্যুদের মোটা অংকের মুক্তিপণ বিকাশের মাধ্যমে পরিশোধ করেছে।