মেসির নেতৃত্বে আজ মাঠে নামছে বার্সেলোনা

0
160

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনা দলের অধিনায়ক হয়েছিলেন সেই কবেই। নেতৃত্বের বাহুবন্ধনী পরে দুটো বিশ্বকাপও খেলে ফেলেছেন লিওনেল মেসি। এবার ঘরোয়া ফুটবলে ক্লাব দল বার্সেলোনারও অধিনায়ক হলেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। শুধু তাই নয় বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় তার নেতৃত্বেই সুপারকাপে সেভিয়ার মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।

আজ থেকে শুরু হতে যাওয়া নতুন স্পানিশ মৌসুমে আন্দ্রেস ইনিয়েস্তার বদলে বার্সেলোনার নতুন অধিনায়ক হলেন মেসি। ২০১৫ সালে জাভি হার্নান্দেজ কাতারে পাড়ি দেবার পর থেকে এ দায়িত্ব পালন করছিলেন ইনিয়েস্তা। কিন্তু সম্প্রতি জাপানি ক্লাব ভিসেল কোবেতে চলে যান স্প্যানিশ এই মিডফিল্ডার।

মেসি অবশ্য বার্সার অধিনায়ক হয়ে এর আগে ইনিয়েস্তার অনুপস্থিতিতে বেশ কয়েকবার বার্সেলোনাকে নেতৃত্ব দিয়েছেন। তবে এবার স্থায়ীভাবেই তার কাঁধে বর্তালো অধিনায়কের দায়িত্ব।

মেসির সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। ইনিয়েস্তা ও হ্যাভিয়ের ম্যাশেরানোর বিদায়ের কারণে শূন্য হয়ে যাওয়া তৃতীয় ও চতুর্থ অধিনায়কের পদটি পূরণ করবেন জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো।