তাইওয়ানে হাসপাতালে আগুন, নিহত ৯

0
30

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।তবে কীভাবে হাসপাতালটিতে আগুন লেগেছে সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু বলেনি।

স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে, স্বয়ংক্রিয় একটি বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগ হয়েছে।

বিবিসি জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পর পরই ওই হাসপাতাল থেকে ৩৩ রোগী এবং তিন কর্মীকে সরিয়ে নেয়া হয়।

তাইওয়ানের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএনএ জানিয়েছে, ওই ওয়ার্ডে ‘ধোঁয়া বের করে দেয়ার উপকরণ’ ছিল না বলে পুলিশ দেখতে পেয়েছে।

তাইওয়ানে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে তেমন কড়াকড়ি না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিবিসির তাইপে প্রতিনিধি সিন্ডি সুই।

২০১২ সালে এ ধরনের আরেকটি ঘটনায় ১২ রোগী নিহত ও ৬০ জন আহত হয়েছিলেন।