আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ফ্লোরিডা নগরীর জ্যাকসনভিলে ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছে। গুলি করে দু’জনকে হত্যার পর নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করে ওই বন্দুকধারীও।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সময় রোববার রাতে ফ্লোরিডার ‘ম্যাডেন নাইনটিন আমেরিকান ফুটবল ইস্পোর্টস’ টুর্নামেন্টে গুলির এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মাইক উইলিয়ামস জানান, প্রাথমিকভাবে হামলাকারী যুবককে মেরিল্যান্ডের বাল্টিমোরের বাসিন্দা ২৪ বছর বয়সী ডেভিড ক্যাটজ হিসেবে শনাক্ত করা হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এদের মধ্যে একজন হামলাকারী। হামলার পর সে আত্মহত্যা করে।’
তিনি জানান, স্থানীয় দমকল ও উদ্ধারকারী কর্মীরা গুলিতে আহত নয়জনকে হাসপাতালে নিয়ে গেছে।