জেলা প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ভাদু শেখ (৪০) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।
গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে গড়াই নদীর তীরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ভাদু শেখ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ইছাক শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসিনা বেগম বলেন, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাদু তার দলের সদস্যদের নিয়ে অলংকারপুর গ্রামে গড়াই নদীর তীরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার ভাদু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।
ওসি আরো বলেন, ভাদুর বিরুদ্ধে চারটি ডাকাতি, একটি অস্ত্র, একটি বিষ্ফোরক ও একটি চুরির মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, পাঁচটি গুলির খোসা ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।