দুই মামলায় আগাম জামিন

0
19
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট : নাশকতার দুই মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তাকে ৬ সপ্তাহের জামিন দেয়। আদালতে তার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বার সভাপতি জয়নুল আবেদীন।

নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগ এনে দুটি মামলা করে পুলিশ। চট্টগ্রামের কোতোয়ালি ও শাহবাগ থানায় করা এই মামলা দুটিতে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন দাখিল করেন আইনজীবী মো. জহিরুল ইসলাম সুমন।