চাঁপাইনবাবগঞ্জে ৪ ‘জেএমবি সদস্য’ গ্রেফতার

0
20

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে র‌্যাব।

সোমবার রাতে উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন রাজশাহী র‌্যাব-৫-এর আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ র‌্যাবের কমান্ডার সাইদ আব্দুল্লাহ।

তিনি জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাবের অপারেশন দল দক্ষিণ শহর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ফেরিঘাট এলাকার সাইফুদ্দীন মণ্ডলের ছেলে আকতারুল ইসলাম (৪৬), শিবগঞ্জর উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী গ্রামের রুস্তম আলীর ছেলে আব্দুল কাদের (৩১), কানসাট ইউনয়নের শিবনগর এলাকার আতারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও বালুচর গ্রামের কুবেদ আলি মণ্ডলের ছেলে আব্দুর রহমান (৩৯)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪শ’ গ্রাম গান পাউডার, দু’টি জিহাদী বই ও ৩ সেট হ্যান্ডনোট উদ্ধার করা হয়েছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।