কুষ্টিয়া জেলা দাবা চ্যাম্পিয়নশীপের সমাপনী ও সনদ বিতরণ

0
19
কুষ্টিয়া জেলা দাবা চ্যাম্পিয়নশীপের সমাপনী ও সনদ বিতরণ

কুষ্টিয়া জেলা দাবা চ্যাম্পিয়নশীপের সমাপনী ও সনদ বিতরণ

আরশীনগর প্রতিবেদক : গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং টূর্নামেন্টের আওতায় কুষ্টিয়া জেলা দাবা চ্যাম্পিয়নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়। দাবা উপ পর্ষদের সভাপতি ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এ্যাড. মোসাদ্দেক আলী মনি, হাবিবুর রহমান বাপ্পি, আফরোজা আক্তার ডিউ। এছাড়াও উপস্থিত ছিলেন খেলা পরিচালনার দায়িত্বে আরবিটর রাজ্জাক আহম্মেদ রাজু, সহকারী আরবিটর নূর মোহম্মদ, আবু বক্কার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দাবা উপ-পর্ষদের সাধারণ সম্পাদক ডাঃ রতন কুমার পাল।