প্রথম বর্ষের ক্লাস উদ্বোধনের মাধ্যমে মাগুরা মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

0
31
প্রথম বর্ষের ক্লাস উদ্বোধনের মাধ্যমে মাগুরা মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম বর্ষের ক্লাস উদ্বোধনের মাধ্যমে
মাগুরা মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মাগুরা প্রতিনিধি \ প্রথম বর্ষের ক্লাস উদ্বোধনের মাধ্যমে মাগুরা মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। গতকাল বৃহস্পতিবার সকালে প্রথম ব্যাচের ৫০ জন ছাত্র-ছাত্রীদের প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধন ও ব্যাচের পরিচিত সভা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ অলোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। ক্লাসের উদ্বোধন ও ব্যাচ পরিচিতির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন ডাক্তার মুনশী মোহাম্মদ ছাদুল্লাহ, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত¡াবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস, ডাক্তার জয়ন্তু কুমার কুন্ডু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সেখানে স্বাস্থ্য খাত অন্যতম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মের জন্য ডেলটা পরিকল্পনা গ্রহণ করেছেন। জাতির জনকের স্বদেশ প্রত্যর্বতনের মাধ্যমে স্বাধীনতা পূর্নতা পায়। আজকে দেশে যে উন্নয়ন হয়েছে জাতির জনক বেঁচে থাকলে তা ৮০ দশকেই সম্ভব ছিল।
তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে আরো বলেন, ‘আপনারা যে ব্রত নিয়ে চিকিৎসা বিদ্যায় পড়াশুনা করতে এসেছেন এখান থেকে সেই শিক্ষা গ্রহণ করে মানব সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।’
খান আবু হাসান, মাগুরা। ১২.০১.১৯