বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের প্রজন্ম বাংলাদেশের ক্রিকেটকে একটি পর্যায়ে নিয়ে গেছে। তবে দেশের ক্রিকেট এরপর আর এগোয়নি বলে মনে করেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ দলের উন্নতির জন্য তরুণ ক্রিকেটারদের চিন্তা-ভাবনা ও মানসিকতায় পরিবর্তন দরকার বলে মনে করেন দেশের অন্যতম সেরা এই কোচ। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে এখনো গণমাধ্যমের মুখোমুখি হননি সালাউদ্দিন। তবে শুক্রবার (৮ নভেম্বর) বিসিবির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারিত একটি ভিডিওতে কথা বলেছেন তিনি।