সোনিয়া গান্ধী অসুস্থ
ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার সকালে তাকে অসুস্থ অবস্থায় সিমলা থেকে নয়াদিল্লিতে আনা হয়। জানা গেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। তখন তাকে দ্রুত চন্ডিগড়ে নেওয়া হয়। তার আগে সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল বলেও জানা গেছে।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক ডা. রমেশ চন্দ। সিমলায় নির্মাণাধীন একটি বাড়ির কাজ দেখতে মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে সেখানে গিয়েছিলেন সোনিয়া। কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে অসুস্থবোধ করায় সোনিয়া গান্ধীকে বৃহস্পতিবার রাতেই প্রাথমিক চিকিৎসার জন্য চন্ডিগড়ে নেওয়া হয়। তারপর সেখান থেকে বিশেষ বিমানে দিল্লি আনা হয়।