0
26
মাগুরার পুলিশ সুপার, ব্যাংকের নিরাপত্তার লক্ষে আইন-শৃংখালা সংক্রান্ত মত বিনিময় করেন।

অদ্য ২৮/০৩/২০১৮ খ্রিঃ তারিখ জনাব খান মুহাম্মদ রেজোয়ান, পুলিশ সুপার, মাগুরা মহোদয় মাগুরা জেলার সরকারী/বেসরকারী ব্যাংকের ম্যানেজার/জিএম’গণদের সহিত পুলিশ অফিসের সম্মেলন কক্ষে সৈজন্য স্বাক্ষাতসহ ব্যাংকের নিরাপত্তার লক্ষে আইন-শৃংখালা সংক্রান্ত মত বিনিময় করেন।